সিলেটটুডে ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:২৮

মুক্তিযোদ্ধাদের সুবিধার আওতা বাড়ছে

মুক্তিযোদ্ধা, খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুবিধার আওতা বাড়ছে।

মুক্তিযোদ্ধার অবর্তমানে তার স্ত্রী বা স্বামী, তাদের অবর্তমানে মুক্তিযোদ্ধার পিতা-মাতা, তাদের অবর্তমানে সন্তান সুবিধা পাবেন। তবে এদের অবর্তমানে মুক্তিযোদ্ধার ভাই-বোনও সুবিধা পাবেন।

এমন বিধান রেখে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বিল-২০১৮ সংসদে উত্থাপন করা হয়েছে।

সোমবার সংসদের বৈঠকে বিলটি উত্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়া জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

এতদিন ট্রাস্টটি ১৯৭২ সালের 'প্রেসিডেন্ট'স অর্ডার' দিয়ে পরিচালিত হচ্ছিলো। উত্থাপিত বিলে বলা হয়েছে, প্রস্তাবিত আইনে মুক্তিযুদ্ধের সময় সামরিক বাহিনী, পুলিশ, আনসারসহ বিভিন্ন বাহিনীতে কর্মরত সদস্যদের মুক্তিযোদ্ধা ভাতার আওতায় আনা হচ্ছে। ফলে তারাও সম্মানি ভাতা পাবেন।

আপনার মন্তব্য

আলোচিত