সিলেটটুডে ডেস্ক

০৩ জুন, ২০২০ ১৭:১১

করোনায় মৃতদের পারিবারিক কবরস্থানে দাফন করা যাবে

করোনাভাইরাসের কারণে মারা যাওয়া ব্যক্তিদের মৃতদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এ কথা বলেন।

তিনি বলেন, ‘নিজ নিজ ধর্মীয় বিধি অনুযায়ী সতর্কতা অবলম্বন করে দাফন ও সৎকার করা যায়। নিয়ম অনুযায়ী মৃতদেহের সকল আনুষ্ঠানিকতা শেষে বডি ব্যাগ, বডি ব্যাগ না পাওয়া গেলে পলিথিনে মুড়িয়ে স্থানান্তর করে নির্ধারিত কবরস্থান বা পারিবারিক কবরস্থানে দাফন করা যাবে। শুধু কোভিড হিসেবে আলাদা কোন কবরস্থানে নির্ধারণ করার কোন প্রয়োজন নেই। পারিবারিক কবরস্থানে এ মৃতদেহ দাফন বা সৎকার করা যাবে।’

বিজ্ঞাপন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যের বরাত দিয়ে  অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘মৃতদেহ থেকে কোভিড-১৯ ছড়ায় এমন কোন প্রমাণ পাওয়া যায়নি। মৃতদেহ সৎকার করতে তিন চার ঘণ্টা সময় লেগে যায়, তিন ঘণ্টা পর মৃতদেহের শরীরে এ ভাইরাসের কার্যকারিতা থাকেনা। সেজন্য মৃতদেহ থেকে এ ভাইরাস ছড়ায় না।’

তবে সতর্কতার সাথে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে মৃতদেহ সৎকার করতে হবে বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত