সিলেটটুডে ডেস্ক

২৮ জুলাই, ২০২০ ১৩:০৯

ক্রেস্ট সিকিউরিটিজের পরিচালক গ্রেপ্তার

ক্রেস্ট সিকিউরিটিজ কেলেঙ্কারির অন্যতম পলাতক আসামি কোম্পানির পরিচালক অহিদুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ।

গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার আজিমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এর আগে একই মামলায় কোম্পানিটির চেয়ারম্যান ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। তারা গ্রাহকদের প্রায় একশ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত