সিলেটটুডে ডেস্ক

০১ জুন, ২০২৪ ২৩:২১

পশ্চিমবঙ্গেও জয়ের পথে বিজেপি, তৃণমূলের ভরাডুবি

ভারতের লোকসভা নির্বাচনের বুথ ফেরত জরিপ প্রকাশ করা শুরু হয়েছে। নির্বাচন বিষয়ক বিভিন্ন সংস্থার চালানো এসব জরিপের ফল দেশটির সংবাদমাধ্যমগুলোতে প্রকাশ ও প্রচার করা হচ্ছে।

শনিবার (১ জুন) লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোটগ্রহণ হয়। ভোটগ্রহণ সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশ করা শুরু হয়।  

এসব জরিপে বলা হয়েছে, এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের চেয়ে বেশি আসন জিততে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

রাজ্যটিতে লোকসভার ৪২টি আসন রয়েছে। সর্বশেষ ২০১৯ সালের নির্বাচনে বিজেপি ১৮টি আসনে জয় পায়। যা অনেকের কাছে বেশ বড় চমক ছিল। অপরদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ২০টি আসন। আর বাকি দুটি আসন পেয়েছিল রাহুল গান্ধীর কংগ্রেস।

আপনার মন্তব্য

আলোচিত