সিলেটটুডে ডেস্ক

০৬ নভেম্বর, ২০২০ ১৫:৩২

ধর্মবিদ্বেষ ছড়ানোর অভিযোগে তরুণী আটক

সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় উসকানিমূলক ও ধর্মবিদ্বেষ পোস্ট দেওয়ার অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে ১৯ বছরের এক তরুণীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। বৃহস্পতিবার রাতে র‌্যাব-৪-এর একটি দল দারুস সালাম থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৪-এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম। তিনি জানান, আটককৃত তরুণী নিজ নামে সাতটি ফেসবুক আইডি, দুটি ব্যক্তিগত ফেসবুক পেজ এবং টুইটার আইডি থেকে দীর্ঘদিন ধরে ধর্মীয় উসকানিমূলক ও বিদ্বেষমূলক পোস্ট করে আসছিলেন। তার একাধিক ফেসবুক আইডি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পরও তিনি নতুন আইডি খুলে ধর্মীয় উসকানিমূলক প্রচারণার চেষ্টা চালিয়ে আসছিলেন।

এএসপি সাজেদুল ইসলাম জানান, উসকানিমূলক বিভিন্ন কুরুচিপূর্ণ ব্যঙ্গচিত্র, বক্তব্য ও ধর্মীয় বিদ্বেষী ডিজিটাল কন্টেন্টের স্ক্রিনশট জব্দ করা হয়েছে। আটক তরুণী অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত