সিলেটটুডে ডেস্ক

২৭ নভেম্বর, ২০২০ ২১:০৪

আলী যাকেরের মৃত্যুতে উজ্জ্বল নক্ষত্র হারাল দেশ: রাষ্ট্রপতি

নন্দিত অভিনেতা আলী যাকেরের মৃত্যুতে দেশ এক উজ্জ্বল নক্ষত্রকে হারিয়ে ফেলেছে বলে মনে করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

শুক্রবার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বের মৃত্যুর পর গণমাধ্যমে দেয়া এক শোক বার্তায় এ কথা বলেন রাষ্ট্রপ্রধান।

গভীর দুঃখ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, ‘বরেণ্য অভিনেতা আলী যাকের ছিলেন দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যুতে দেশ একজন বরেণ্য অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারালো।’

এই মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গণে এক অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও মনে করেন রাষ্ট্রপতি।

যাকেরের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানান রাষ্ট্রপ্রধান।

শুক্রবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান ৭৬ বছর বয়সী আলী যাকেন, যিনি চার বছর ধরে ক্যান্সার, হৃদরোগসহ নানা জটিল রোগে ভুগছিলেন। চার দিন আগে তার করোনা ধরা পড়েছিল।

প্রায় পাঁচ দশক ধরে অভিনয়, নাট্য নির্দেশনা দেয়া আলী যাকেরের রাজনৈতিক জীবনও সমৃদ্ধ। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র রাজনীতিতে যোগ দেয়া মানুষটি মুক্তিযুদ্ধের সময় রাখেন গৌরবোজ্জ্বল ভূমিকা।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক আলী যাকের আট নম্বর সেক্টরে যুদ্ধও করেছেন। অভিনয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯৯ সালে একুশে পদকও পান।

আপনার মন্তব্য

আলোচিত