সিলেটটুডে ডেস্ক

১৮ মার্চ, ২০২১ ১৪:৪১

ইরফান সেলিমকে হাই কোর্টের জামিন

নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খানকে মারধর ও হত্যাচেষ্টা মামলায় হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমকে জামিন দিয়েছে হাই কোর্ট।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (১৮ মার্চ) এ আদেশ দেন। এদিকে জামিন স্থগিত চেয়ে আপিল করবে রাষ্ট্রপক্ষ।

আদালতে ইরফানের পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।

আইনজীবী সাঈদ বলেন, ‘গত ২৭ জানুয়ারি ইরফান সেলিমকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাই কোর্ট। ওই রুল শুনানি করে আজকে তার জামিন মঞ্জুর করেছেন।’ এখন তার কারামুক্তিতে বাধা নেই বলেও তিনি জানান।

বর্তমানে ইরফান সেলিম গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ বলেন, ‘এ জামিন আদেশের বিরুদ্ধে আপিল করা হবে। শিগগিরই আপিল দায়ের করা হবে।’

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের পুত্র ইরফান সেলিম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তবে নৈতিক স্খলনজনিত অপরাধ ও অসদাচরণের অভিযোগে সম্প্রতি তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত