সিলেটটুডে ডেস্ক

১১ নভেম্বর, ২০১৫ ১৮:৫৬

ব্লগার ও প্রকাশক হত্যায় ইউরোপীয় কমিশনের উদ্বেগ

ব্লগার ও প্রকাশক হত্যা, হত্যাচেষ্টা এবং তাজিয়া মিছিলে বোমা হামলায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় কমিশন (ইসি)।

তারা বলেছে, এসব হামলার সুষ্ঠ তদন্ত করে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। কারণ লেখক ও ব্লগাররা মুক্তচিন্তার ধারক। এদের হত্যাকাণ্ড কখনোই মেনে নেয়া যায় না।

বুধবার (১১ নভেম্বর) ইউরোপীয় কমিশন ও বাংলাদেশ সরকারের মধ্যে সপ্তম যৌথ কমিশন সভা (জেইসি) শেষে বিকেল সোয়া ৫টায় এক ব্রিফিংয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এসব কথা বলা হয়েছে।

কমিশনের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক ইউগো এসটুটু জানান, বৈঠকে দু দেশের পারস্পরিক বাণিজ্য সম্পর্ক নিয়ে কথা হয়েছে। এসময়ে এ দেশর মানবাধিকার পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়েও আলাপ হয়।

তিনি বলেন, ‘যেসব লেখক, ব্লগার ও মুক্তিচিন্তার মানুষ হামলার ও হুমকির শিকার হচ্ছেন আমরা আশা করি সরকার তাদের নিরাপত্তা দেবে।’

বাংলাদেশে আইএস-এর কর্মকাণ্ড সম্পর্কে তিনি বলেন, ‘আইএস সম্পর্কে আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি। আইএস সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। যদি আইইএস এসব ঘটিয়ে থাকে তাহলে যেন সঠিক তদন্ত হয়।’

আপনার মন্তব্য

আলোচিত