সিলেটটুডে ডেস্ক

৩০ নভেম্বর, ২০১৫ ১২:০৬

জ্বালানী সচিব আবু বকর আর নেই

জ্বালানি সচিব আবু বকর সিদ্দিক আর নেই। সোমবার ভোর ৫টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের পিএস এ তথ্য নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার বিকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন আবু বকর সিদ্দিক। এরপর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।

“বেশ কিছুদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। কয়েকদিন আগে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল।”

আবু বকর সিদ্দিক রাজধানীর নিউ ইস্কাটনের ৫৭ নম্বর টগর সরকারি অফিসার্স কোয়ার্টারে থাকতেন। তার জন্ম শরীয়তপুরের নড়িয়া উপজেলায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী আবুবকর ১৯৮২ বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিসাবে সরকারি চাকরিতে যোগ দেন।

২০১৪ সালের জুলাই মাসে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের দায়িত্ব পাওয়ার আগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যানসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন আবুবকর।

আবু বকরের মৃত্যুতে সোমবার মন্ত্রিসভার বৈঠকে শোক প্রস্তাব আনা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত