সিলেটটুডে ডেস্ক

০১ ডিসেম্বর, ২০১৫ ২৩:৩৫

সরকারের সাথে আলোচনা করতে ঢাকায় আসছেন ঊর্ধ্বতন ফেসবুক কর্মকর্তা

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে ফেসবুকের কাছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার আগ্রহ জানিয়ে ই-মেইলে চিঠি পাঠানোর জবাব দিয়েছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন,  “ফেইসবুক কর্তৃপক্ষও আলোচনায় আগ্রহী। এজন্য তারা আগামী ৬ অথবা ৭ ডিসেম্বর আলোচনায় বসতে আগ্রহী। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ফেইসবুক কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশে এসে আলোচনায় বসবেন বলে জানিয়েছে।”

এর আগে চিঠির বিষয়ে তারানা হালিম বলেছিলেন, অনেক কিছুই মানহানিকর মনে করে না ফেইসবুক কর্তৃপক্ষ; কোনো বিষয়ে তাদের অভিযোগ জানালে মামলা করে আসতে বলা হয়।

তবে এই আলোচনার সাথে ফেসবুক খুলে দেয়ার কোন সম্পর্ক নেই বলে প্রতিমন্ত্রী জানান। তিনি বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়া মাত্র এটি খুলে দেয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত