সিলেটটুডে ডেস্ক

২৯ জানুয়ারি, ২০১৬ ০৯:৫৮

বাংলাদেশি দুই পর্যটককে ফেরত দিয়েছে বিএসএফ

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে বেড়াতে যাওয়া দুই পর্যটককে আটক করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ।

আবুল হাশেম (১৫) ও সুলতান রহমান (১৬) নামের দুই পর্যটককের বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলার বড়পুকুরিয়া গ্রামে।

সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার সময় মুজিবনগর আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৫ নং এর কাছে ঘুরতে গেলে ভারতের হৃদয়পুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। এ ঘটনায় সকাল ১০টার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মুজিবনগর ক্যাম্প ধরে নিয়ে যাওয়া পর্যটকদের ফেরত চেয়ে চিঠি পাঠান।

বিএসএফ-এর পক্ষ থেকে সাড়া দিয়ে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৫ নং এর নিকট মুজিবনগর বিজিবি ক্যাম্প ও ভারতের হৃদয়পুর বিএসএফ ক্যাম্পের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেন।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে ৬ সদস্যের টিমের নেতৃত্ব দেন ৬ চুয়াডাঙ্গা বিজিবি মুজিবনগর ক্যাম্পের কমান্ডার সুবেদার রুস্তম আলী ও ভারতের হৃদয়পুর ক্যাম্পের কমান্ডার ইএসসি নরেন্দ্র কুমার।

মুজিবনগর বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার রুস্তম আলী জানান, বিএসএফ- এর কাছ থেকে ফেরত পাওয়ার পর দুজনকে মুজিবনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

৬ বিজিবি চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আনোয়ার জাহিদ জানান, পতাকা বৈঠকের মাধ্যমে দুই পর্যটকদের ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে তারা মুজিবনগর থানা পুলিশ হেফাজতে রয়েছেন।

মুজিবনগর থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উদ্ধার হওয়া দুজনকে থানা হেফাজতে রাখা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত