সিলেটটুডে ডেস্ক

২৯ জানুয়ারি, ২০১৬ ১৭:৫৭

ব্রাহ্মণবাড়িয়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান

ব্রাহ্মণবাড়িয়ায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের নিন্দা জানিয়ে ‘প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান’ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। 

শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে শহরের পুরাতন কাঁচারির সামনের সড়কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় বিভিন্ন সংগঠনের কর্মীরা আবৃত্তি ও নাটক পরিবেশন করেন। এছাড়া জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের প্রশিক্ষক রাকিবুল হাসান ও ব্রাহ্মণবাড়িয়ার  বিবর্তন সংগঠনের আহ্বায়ক হৃদয় কামাল প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করেন। 

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুন নূর ও পরিচালনা করেন তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের সম্পাদক বাছির দুলাল।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হেসেন, ব্রাহ্মণবাড়িয়া থিয়েটারের সভাপতি মিজানুর রহমান শিশির, উদীচীর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, আবরণী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান পারভেজ। 

উল্লেখ্য, মাদ্রাসা ছাত্র নিহতের ঘটনায় গত ১২ জানুয়ারি সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণ পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। 

আপনার মন্তব্য

আলোচিত