নিউজ ডেস্ক

২২ ফেব্রুয়ারি , ২০১৬ ১৫:২২

বাংলাদেশীদের জন্য ফের চালু ওমরাহ ভিসা

প্রায় এক বছর বন্ধ থাকার পর বাংলাদেশীদের জন্য ওমরাহ ভিসা আবার চালু হয়েছে।

মূলত ওমরাহ ভিসায় আদম পাচার এবং সৌদি আরব গিয়ে কয়েক হাজার বাংলাদেশীর ফেরত না আসার কারণে সৌদি সরকার বাংলাদেশকে কালো তালিকাভুক্ত করে ওমরাহ ভিসা প্রদান বন্ধ করে দেয়।

সূত্র জানায়, মানবপাচারে জড়িত হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে বাংলাদেশ সরকার ব্যবস্থা নেয়ায় জট খুলেছে ওমরাহ ভিসার।

এ বছর ওমরাহ ভিসার আওতায় ৫৫ হাজার বাংলাদেশী সৌদি আরব যাবেন। শনিবার থেকেই শুরু হয়েছে এ ধরনের ভিসায় বাংলাদেশীদের সৌদি আরব গমন।

এর আগে সৌদি কর্তৃপক্ষ মানব পাচারে জড়িত বাংলাদেশী হজ এজেন্সিগুলোর তালিকা তুলে দেয় বাংলাদেশ সরকারের হাতে। এরই মধ্যে ১০৪টি এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার। এদের মধ্যে ৬৯টির লাইসেন্স বাতিল করা হয়েছে।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল ৮ ফেব্রুয়ারি সৌদি আরব যায়। সেখানে এ ব্যাপারে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়। আলোচনার পর ‘কান্ট্রি লগ’ খুলে দেয় সৌদি আরব।

গত বছরের মার্চ থেকে বাংলাদেশীদের ওমরাহ ভিসা প্রদান বন্ধ রাখে সৌদি। ফলে তিন মাস আগে ওমরাহ মৌসুম শুরু হলেও কাটছিল না ভিসা জটিলতা। বিশ্বের অন্য দেশগুলোর জন্য ভিসা উন্মুক্ত করা হলেও বাংলাদেশীদের ওমরাহ ভিসা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

আপনার মন্তব্য

আলোচিত