সিলেটটুডে ডেস্ক

১৬ এপ্রিল, ২০১৬ ১৬:০৭

পাঁচ দিনের রিমান্ডে শফিক রেহমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানকে  ৫ দিনের  রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার ৩টা ২৫ মিনিটের দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ডিবির আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

দুপুর তিনটায় আদালতের এজলাসকক্ষে নিয়ে সাতদিনের রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি’র এএসপি হাসান আরাফাত। পরে আদালত ৫ দিনের রিমাণ্ড মজুর করেন।

শফিক রেহমান নানা সংবাদ মাধ্যমে কাজ করলেও গত শতকের ৮০ এর দশকে সাপ্তাহিক যায়যায়দিন সম্পাদনার মধ্য দিয়ে ব্যাপক পরিচিতি পান।

তখন সামরিক শাসক এইচ এম এরশাদের রোষানলে পড়ে তাকে বাংলাদেশ ছাড়তেও হয়েছিল। এরশাদের পতনের পর ফের বাংলাদেশে ফেরেন বিবিসিতে কাজ করে আসা এই সাংবাদিক।

এক দশক পরে বিএনপির সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে উঠতে দেখা যায়। এর মধ্যে দৈনিক যায়যায়দিন বের করেন তিনি। তবে চালাতে না পারার পর যায়যায়দিনের স্বত্ব বিক্রি করে দেন তিনি।

‘লাল গোলাপ’ নামে একটি অনুষ্ঠান নিয়ে এখন সম্প্রচার মাধ্যমে সক্রিয় তিনি। খালেদা জিয়ার নানা কর্মসূচিতে তাকে দেখা যায়।

প্রখ্যাত অধ্যাপক সাইদুর রহমানের ছেলে শফিক রেহমানের স্ত্রী তালেয়া নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ডেমোক্রেসিওয়াচের নির্বাহী পরিচালক। 

আপনার মন্তব্য

আলোচিত