সিলেটটুডে ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০১৬ ০৯:৩৫

টঙ্গীতে বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৭, আহত অর্ধশতাধিক

গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরীতে টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে। এ ঘটনায় অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।  

শনিবার (১০ সেপ্টেম্বর) ভোরে টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। 

নিহতদের মধ্যে টঙ্গী হাসপাতালে ৯ জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জনের মরদেহ রয়েছে।

‌টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. পারভেজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল পৌনে ৯টা পর্যন্ত হাসপাতালে ৯ জনের মরদেহ আনা হয়েছে। এছাড়া তারা ৩০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন ও বর্তমানে ১২ জন ভর্তি রয়েছেন।

এছাড়া টঙ্গী হাসপাতাল থেকে গুরুতর অবস্থায় আরো ৩০ জনকে ঢামেকে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

এদিকে, আগুন আংশিক নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সেলিম মিয়া জানান, হতাহত কতজন হয়েছে তা এখনো জানা যায়নি। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ও হতাহতদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।

 

আপনার মন্তব্য

আলোচিত