সিলেটটুডে ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৫২

বয়লার বিস্ফোরিত কারখানায় আটকা পড়েছেন ৩ শতাধিক শ্রমিক

গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরীতে টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় বয়লার বিস্ফোরণে কারখানার ভেতরে তিন শতাধিক শ্রমিক আটকা পড়েছেন। সকালের শিফটে কাজ করা শ্রমিকদের অনেকেই এখনো বের হতে পারেননি।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ খবর জানা গেছে।

এলাকাবাসী জানান, কারখানাটিতে তিন শিফটে ২১শ লোক কাজ করেন। প্রতি শিফটে ৭শ জন। ভোর সোয়া ছয়টায় যখন আগুন লেগেছে তখন নাইট শিফট মাত্র শেষ হয়ে সকালের শিফট শুরু হয়েছে। আগুন লাগার পর অধিকাংশ শ্রমিক ভেতরে আটকা রয়েছেন। 

স্থানীয় ব্যবসায়ী আজিজ উদ্দিন বলেন, বয়লার যখন ব্লাস্ট হয়েছে এমন বিকট আওয়াজ হয়েছে যে, আমরা ভেবেছিলাম ব্রিজ ভেঙে পড়েছে। পরে দেখি পাঁচতলা কারখানাটি ভেঙে পড়েছে। ধারণা করছি, তিনশোর বেশি শ্রমিক ভেতরে আটকা পড়েছে।

উল্লেখ্য, শনিবার ভোরে টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১২ জন নিহত এবং প্রায় অর্ধশতাধিক আহত হয়েছেন। বিস্ফোরণের পর কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট।

আপনার মন্তব্য

আলোচিত