সিলেটটুডে ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০১৬ ১২:১১

উদ্ধার কাজে জনতা

টঙ্গীতে বিসিক শিল্পনগরী এলাকার ট্যাম্পাকো ফয়েলস কারখানায় বয়লার বিস্ফোরণে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে সাধারণ মানুষও কাজ করছে। 

শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলা সাড়ে ১২ টায় এ প্রতিবেদন লেখাঁ পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর জানা গেছে।

এদিকে ফায়ার সার্ভিস কাজে অসন্তোষ প্রকাশ করে ওই কারখানায় কর্মরত শ্রমিকদের স্বজন ও সাধারণ মানুষজন ক্ষোভ প্রকাশ করেছেন। 

তারা বলছেন, আগুন লাগার সাড়ে ৪ ঘণ্টা পরও ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে ঢুকেনি। তারা এখনো বাইরে থেকে শুধু পানি ছিটিয়ে যাচ্ছে। তবে ফায়ার কর্মীরা বলছেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং ওই ভনটি এখনো ধসে পড়ছে। তাই এখনো ভেতরে প্রবেশ করা যাচ্ছে না। 

এদিকে বিস্ফোরণে ৪তলা ওই ভবন প্রায় ৮০ ভগ ধসে পড়েছে।শুধুমাত্র একপাশে একটা অংশ দাঁড়িয়ে রয়েছে। ওই অংশের একটা পানির ট্যাংকের মধ্যে ১০-১২ শ্রমিক আটকা রয়েছে বলে জানা গেছে। 

উল্লেখ্য,এর আগে রানা প্লাজা ধসের ঘটনায় সাধারণ মানুষ ব্যাপকভাবে উদ্ধার কাজে অংশ নেয়। 

আপনার মন্তব্য

আলোচিত