সিলেটটুডে ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:০৯

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে প্রতিবন্ধী শিশুদের আঁকা ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদুল আজহা উপলক্ষে দেয়া শুভেচ্ছা কার্ডে ব্যবহার করা হয়েছে প্রতিবন্ধী শিশুদের আঁকা ছবি। এই ছবি সম্বলিত শুভেচ্ছা কার্ড ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও বিশেষায়িত প্রতিষ্ঠান প্রধানদের পৌঁছে দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, ২০১০ সাল থেকেই বিভিন্ন উৎসবে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে প্রতিবন্ধী শিশু-কিশোরদের আঁকা ছবি ব্যবহার করা হয়। আর এই ছবিগুলো সংগ্রহ করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে। সংগ্রহ করা ছবির একটা সংক্ষিপ্ত তালিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেয়া হয়। তিনি (প্রধানমন্ত্রী) চূড়ান্ত করেন ছবিগুলো।

জানা গেছে, এ পর্যন্ত কার্ডে ব্যবহৃত ছবিগুলো নিয়ে প্রকাশ হবে বই। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বলেন, "এখন পর্যন্ত যতো ছবি নির্বাচিত হয়েছে, সেগুলো দিয়ে একটি বই প্রকাশের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী।"

চলতি বছর রাজধানী ও জেলা পর্যায়ে প্রতিবন্ধী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে আসা ছবিগুলো থেকে সাতটি ছবি চূড়ান্ত করেন প্রধানমন্ত্রী। যাদের ছবি প্রধানমন্ত্রী চূড়ান্ত করেছেন, তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে পুরস্কার দেয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত