সিলেটটুডে ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০১৬ ২০:০৭

সৈয়দ শামসুল হককে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালে গিয়েছিলেন। এ সময় ক্যান্সার আক্রান্ত এই লেখকের চিকিৎসার সব দায়-দায়িত্ব নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বিকাল সোয়া ৪টার দিকে প্রধানমন্ত্রী ইউনাইটেড হাসপাতালে যান। প্রায় ৪০ মিনিট সেখানে ছিলেন তিনি। খবর বাসসের

এসময় সৈয়দ শামসুল হকের চিকিৎসার খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দীর্ঘ সময় সৈয়দ শামসুল হকের সঙ্গে সময় কাটান।

ইহসানুল করিম বলেন, সৈয়দ শামসুল হকের চিকিৎসার সব দায়-দায়িত্ব বহন করবেন প্রধানমন্ত্রী।

এসময় কবির স্ত্রী আনোয়ারা সৈয়দ হক, পুত্র দ্বিতীয় সৈয়দ হকসহ পরিবারের সদস্যরা হাসপাতালে ছিলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার প্রেস সচিব ইহসানুল করিম, বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

সৈয়দ শামসুল হক রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তার কেমোথেরাপি চলছে।

ফুসফুসের জটিলায় আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য গত এপ্রিলে যুক্তরাজ্য যান সৈয়দ শামসুল হক। সেখানে তার ক্যান্সার ধরা পড়ে।

৮০ পেরোনো এই লেখক গত পহেলা সেপ্টেম্বর দেশে ফিরেছেন। দেশে ফিরে ইউনাইটেড হাসপাতালেই ভর্তি হন সৈয়দ শামসুল হক।

আপনার মন্তব্য

আলোচিত