সিলেটটুডে ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০১৬ ২১:৪৩

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ : ফেল থেকে পাস ৪১৯, জিপিএ-৫ বেড়েছে ১৮৫

ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল শনিবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশ হয়েছে। বিভিন্ন বোর্ড থেকে আলাদাভাবে প্রকাশিত ফল ছয়টি বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

এসব বোর্ডের আগের ফলাফলে ফেল করা মোট ৪১৯ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণে পাস করেছে। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১৮৫ জন।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, সাধারণত মূল ফল প্রকাশের একমাসের মধ্যে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের রীতি আছে। সে অনুযায়ী আমরা ফল প্রকাশ করেছি।

তিনি জানান, এ বোর্ডে এবার ৪১ হাজার ১৫১ জন ফল চ্যালেঞ্জ করে। তারা সর্বমোট ১ লাখ ২৬ হাজার ৪৩২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষার আবেদন করে। আবেদনকারীদের মধ্যে ১০০৯ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১১৫ জন। ফেল থেকে পাস করেছে ২০৪ জন।

মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক একেএম ছায়েফউল্যা জানান, মোট ১২ হাজার ২৪৮ জন ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে। তাদের মধ্যে ১০৫ জনের ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ৫৩ জন। গ্রেড পরিবর্তন হয়েছে ৩৯ জনের। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ জন।

সিলেট বোর্ডে ফেল থেকে পাস করেছে ২৩ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২ জন এবং ফল পরিবর্তন হয়েছে ৭১ জনের।

বরিশাল বোর্ডে ফেল থেকে পাস করেছে ৩০ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন।

কুমিল্লা বোর্ডে নতুন করে ২৪ জন জিপিএ-৫ পেয়েছে। ফেল থেকে পাস করেছে ৭০ জন।

যশোর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন ও ফেল থেকে পাস করেছে ৩৯ জন পরীক্ষার্থী।

আপনার মন্তব্য

আলোচিত