সিলেটটুডে ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৩৩

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন ২২ সেপ্টেম্বর প্রকাশ করা হবে

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন আগামী বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়-সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তবে প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

তিনি বলেন, ‘২৪ সেপ্টেম্বর আমি দেশের বাইরে যাব। তার আগেই ২২ সেপ্টেম্বর তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করা হবে।’

গত মাসের শেষ দিকে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, ঈদুল আজহার পর রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।

গত ফেব্রুয়ারিতে সুইফট মেসেজিং সিস্টেমের মাধ্যমে ভুয়া বার্তা পাঠিয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশের রিজার্ভের আট কোটি ১০ লাখ ডলার ফিলিপিন্সে সরিয়ে নেওয়া হয়, যাকে বিশ্বের অন্যতম বড় সাইবার চুরির ঘটনা বলা হচ্ছে।

বিশ্বের অন্যতম বৃহৎ সাইবার চুরির এ বিষয়টি বাংলাদেশের মানুষ জানতে পারে ঘটনার এক মাস পর, ফিলিপিন্সের একটি পত্রিকার খবরের মাধ্যমে। বিষয়টি চেপে রাখায় সমালোচনার মুখে গভর্নরের পদ ছাড়তে বাধ্য হন আতিউর রহমান, কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়।  

ওই ঘটনা তদন্তে সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে গঠিত তদন্ত কমিটি গত ৩০ মে সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে প্রতিবেদন হস্তান্তর করেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ওই সময়ই বলেছিলেন, তিনি এই প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করবেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে গত ২১ জুন মুহিত বলেন, প্রতিবেদনটি প্রকাশ করা হবে ঈদের পর।

আর গত ২১ জুলাই সংসদে এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, “কয়েক দিনের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশিত হবে।”

গত ১১ জুলাই ওই তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশ না করার জন্য ‘ক্ষোভ’ প্রকাশ করে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

আপনার মন্তব্য

আলোচিত