সিলেটটুডে ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৩৭

দেড় কোটি ডলার বাংলাদেশকে ফেরত দেয়ার নির্দেশ ফিলিপাইন আদালতের

উদ্ধার হওয়া দেড় কোটি ডলার বাংলাদেশকে ফেরত দিতে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) ফিলিপাইনের আদালত এ নির্দেশ দেন।

ফিলিপাইনের বিচার বিভাগের চিফ স্টেট কাউন্সেলর রিকার্ডো পারাস বলেন, উদ্ধার হওয়া দেড় কোটি ডলার ফেরত পাওয়ার পূর্ণ অধিকার বাংলাদেশের আছে বলে আদালত রায় দিয়েছেন।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার হ্যাকিংয়ের মাধ্যমে সরিয়ে নেয় সাইবার অপরাধীরা। এই অর্থ ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের জুপিটার শাখার কয়েকটি হিসাব থেকে চলে যায় দেশটির ক্যাসিনোতে।

ফিলিপাইনের বিভিন্ন সংস্থা চুরি যাওয়া অর্থের কিছু অংশ নানাভাবে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া সেই অর্থের মধ্য থেকে ১ কোটি ৫০ লাখ ডলার ফেরত পেতে ফিলিপাইনের আদালতে বাংলাদেশের একটি আবেদন বিচারাধীন ছিল। বাংলাদেশের হয়ে আবেদনটি করে ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল (এএমএলসি)।

সূত্রঃ রয়টার্স।

আপনার মন্তব্য

আলোচিত