সিলেটটুডে ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:০১

মির্জা ফখরুলসহ ৭৪ নেতা-কর্মীর বিচার শুরু

পুলিশের কাজে বাধা দেওয়া ও হত্যাচেষ্টা মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৪ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আলী মাসুদ শেখ এই আদেশ দেন। এসময় আদালতে হাজির ছিলেন মির্জা ফখরুল।

২০১২ সালের ৯ সেপ্টেম্বর পল্টন থানার পুলিশ এই মামলা করে। তদন্ত শেষে ২০১৪ সালের ২৮ জুলাই মির্জা ফখরুলসহ ৭৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ওই অভিযোগপত্র আমলে নিয়ে আদালত আজ (মঙ্গলবার) তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন।

৭৪ জন আসামির মধ্যে ৩৮ জন আদালতে উপস্থিত ছিলেন না। এ কারণে তাঁদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত