সিলেটটুডে ডেস্ক

০৪ জানুয়ারি, ২০১৭ ১২:৪১

এমপি লিটন হত্যা: আটক আরও ৪

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আরও চারজনকে আটক করেছে। তবে তদন্তের স্বার্থে কারও নাম প্রকাশ করেনি পুলিশ।

মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত থেকে বুধবার (৪ জানুয়ারি) ভোর পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবু হায়দার মো. আরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, এমপি লিটনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। হত্যার ঘটনায় এ পর্যন্ত ৩৯ জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত মূল হোতাসহ দুর্বৃত্তদের আটক করতে পুলিশের কয়েকটি টিম বিশেষ অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ এলাকায় নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে আহত হন মঞ্জুরুল ইসলাম লিটন এমপি। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চিকিৎসক অধ্যাপক ডা. বিমল কুমার তাকে মৃত ঘোষণা করেন।

আপনার মন্তব্য

আলোচিত