সিলেটটুডে ডেস্ক

২৭ মে, ২০১৭ ১১:৩৭

গণভবনের সামনে গুলিবিদ্ধ হয়ে পুলিশ নিহত

রাজধানীতে প্রধানমন্ত্রীর বাসভবন ‌'গণভবন' এর সামনে গুলিবিদ্ধ হয়ে পুলিশের স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের এক সদস্যের মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে, তবে ঠিক কীভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছে, তা বিস্তারিত জানাতে পারেনি পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিহত পুলিশ সদস্য আতিকুর রহমান (২৮)। তিনি ওই সময় গণভবনের স্পেশাল সিকিউরিটির দায়িত্বে ছিলেন।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের সামনে গুলিতে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) এক সদস্য নিহত হয়েছেন। তাঁর নাম আতিকুর রহমান (২৮)। তিনি তখন দায়িত্বে ছিলেন।

গুলিবিদ্ধ হওয়ার পর আতিকুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত দেড়টায় আবাসিক চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন জেসমিন নাহার সাংবাদিকদের জানান, নিহত পুলিশ সদস্যের বুকের ডান পাশে গুলি রয়েছে।

শেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস বলেন, ‘এসপিবিএন কর্তৃপক্ষ জানিয়েছে, আতিকুর গণভবনের উত্তর পাশের গেট সংলগ্ন মসজিদের সামনে দায়িত্ব পালন করছিলেন। এ সময় নিজের গুলি তাঁর ডান বুকে লেগে থাকতে পারে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’

আপনার মন্তব্য

আলোচিত