সিলেটটুডে ডেস্ক

০৮ জুন, ২০১৭ ২২:২২

জাতীয় পরিচয়পত্র ছাড়া অংশ নেয়া যাবে না বিসিএস পরীক্ষায়

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন করতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করা হয়েছে। আবেদন ফরমে এনআইডি নম্বর না দিলে কেউ বিসিএসে অংশ নেওয়ার সুযোগ পাবেন না।

বৃহস্পতিবার (৮ জুন) সরকারি কর্মকমিশনের (পিএসসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ৩৮তম বিসিএস থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে। তবে যেসব পরীক্ষার্থীর কাছে এখনো এনআইডি নেই, তাঁদের জন্য পিএসসি বিকল্প চিন্তা করছে।

পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক জানান, ৩৮তম বিসিএস থেকেই পরীক্ষার্থীরা বাংলা ও ইংরেজিতে উত্তর দেওয়ার সুযোগ পাবেন।

এনআইডি নম্বর বাধ্যতামূলক করা প্রসঙ্গে তিনি বলেন, একটা সিম কিনতে বা ব্যাংকে অ্যাকাউন্ট করতে যদি এনআইডি লাগে, তাহলে বিসিএস পরীক্ষা দিতে কেন আইডি নম্বর চাইব না?

পিএসসির চেয়ারম্যান আরো বলেন, যারা বিসিএস পরীক্ষা দেবে, তাদের বয়স ১৮ বছরের নিচে নয়। ফরমে যদি শুধু নাম আর ছবি লাগিয়ে আবেদন করা হয়, তখন কেউ যদি ছবি বদলে ফেলে- আপনি তো তাকে চিনতে পারবেন না। সেই দিকটা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার পরও যদি কারো এ সংক্রান্ত কোনো সমস্যা হয়, সে ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা বিবেচনা করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত