সিলেটটুডে ডেস্ক

১২ জুন, ২০১৭ ১৬:১৪

জেদ ধরে বসে না থাকার জন্য অর্থমন্ত্রীর প্রতি আহ্বান

আবগারি শুল্ক নিয়ে জেদ ধরে বসে না থেকে জনগণের দাবির কথা চিন্তা করতে অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন সরকার দলীয় সাংসদ আব্দুল মান্নান।

সোমবার (১২ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে এমন আহ্বান জানান আব্দুল মান্নান।

তিনি বলেন, এখানে জেদ ধরার কোনো কিছু নেই। আওয়ামী লীগ মানুষের রাজনীতি করে। মানুষের চাওয়া-পাওয়াকে প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রী কাজ করছেন। মানুষ এ শুল্ক চায় না। আওয়ামী লীগ ভোটের রাজনীতি করে, এটা মাথায় রাখা প্রয়োজন।

যতো সমালোচনাই হোক আবগারি শুল্ক প্রত্যাহার করা হবে না- সম্প্রতি অর্থমন্ত্রীর এমন বক্তব্যের উদ্ধৃতি দিয়ে আবদুল মান্নান বলেন, অর্থমন্ত্রী বলেছেন, ব্যাংক আমানতে আবগারি শুল্ক আগেও ছিল। এবার তা বাড়ানো হয়েছে। প্রায় সব সাংসদ বর্ধিত আবগারি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন। সংসদের বাইরেও এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। আগে যে আবগারি শুল্ক ছিল, তা সহনীয় ছিল। মানুষ মনে করছে, বর্ধিত শুল্ক প্রত্যাহার করা উচিত। এটি নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে। অনেকে ব্যাংকে খোঁজ নিচ্ছেন আসলে কত রাখলে কত ফেরত পাওয়া যাবে। বর্ধিত আবগারি শুল্ক প্রত্যাহার করে এই সংশয় দূর করতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত