নিউজ ডেস্ক

২৫ জুন, ২০১৭ ১৪:৫৪

'বাড়িটি ভাঙতে আদালতের কোনো বাধা-নিষেধ নেই'

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের দখলমুক্ত করার পর রাজধানীর গুলশান এভিনিউয়ের ১৫৯ নম্বর বাড়িটি ভাঙতে আদালতের কোনো বাধা-নিষেধ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

তিনি বলেছেন, বাড়িটির ওয়ারিশ থাকলেও তিনিও বাড়িটি ফেরত পাবেন না।

কারণ, সরকার বাড়িটিকে অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করেছে। রবিবার (২৫ জুন) বেলা পৌনে ২টার দিকে নিজ বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

ওদুদকে উচ্ছেদের ১৯ দিনের মাথায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অধিগ্রহণ করা বাড়িটি ভাঙার অভিযান চলার মধ্যেই ব্রিফ করেন তিনি।

এর আগে বেলা ১১টার দিকে নিজের বর্তমান বাসায় সংবাদ সম্মেলনে করে ব্যারিস্টার মওদুদ অভিযোগ তুলেছেন যে, 'সম্পূর্ণ বেআইনিভাবে ও আদালতের নির্দেশনা ছাড়াই বাড়িটি ভাঙা হচ্ছে। '

সকাল ৯টা থেকে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে রাজউক ও গুলশান থানা পুলিশ ডুপ্লেক্স বাড়িটি ভাঙার অভিযান পরিচালনা করছে।

ইতিমধ্যেই গুলশানের বাড়ি ভাঙ্গার কাজ প্রায় ৬০ শতাংশ শেষ হয়েছে। রাজউকের চারটি বুলডোজার  বাড়িটির গেট ও সামনের অংশ ভাঙার কাজ শেষ করে ফেলেছে। মাঝে বৃষ্টির কারণে কিছুক্ষণ কাজ বন্ধ থাকলেও ফের শুরু হয়ে এখন পেছনের অংশ ভাঙা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত