সিলেটটুডে ডেস্ক

০৯ জুলাই, ২০১৭ ১৪:২২

চিকুনগুনিয়া আক্রান্তদের ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট

চিকুনগুনিয়ায় আক্রান্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।

রোববার (৯ জুলাই) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

রুলে স্প্রে ও যথাযথ ওষুধ ছিটানোর মাধ্যম এডিস ও অন্যান্য মশা ধ্বংস করতে বিবাদীদের তাৎক্ষণিক পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

স্বাস্থ্যসচিব, এলজিআরডি সচিব, ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বিবাদীদের তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রাজধানী ঢাকা ও দেশের কয়েকটি জেলায় ছড়িয়ে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে গত ৪ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী সুজাউদ্দোলা আকন্দ হাইকোর্টে একটি রিট করেন।

রিটে স্বাস্থ্যসচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র এবং দুই সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত