সিলেটটুডে ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০১৭ ২০:৩৫

কক্সবাজারে দুই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, আহত ৪ পাইলট

কক্সবাজারের মহেশখালীতে বিমান বাহিনীর দুইটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে চারজন পাইলট আহত হয়েছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহেশখালীর দক্ষিণ কুটিবিলার একটি বসতবাড়ির ওপর একটি বিমান বিধ্বস্ত হয়। অপরটি বিধ্বস্ত হয় মাইঝপাড়া গ্রামের পানের বরজের উপর। কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক সাধান কুমার মোহন্ত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দুই বিমানে থাকা চারজন পাইলট আহত হয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, কক্সবাজারের মহেশখালীতে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান সংঘর্ষের কারণে বিধ্বস্ত হয়েছে। বিমান দুটিতে ছিলেন ৪ জন পাইলট। এ বিষয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

চট্টগ্রাম বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমান বাহিনীর দুইটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। পরে তা মহেশখালী উপজেলার উপর দিয়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয়।

আইএসপিআরের পরিচালক রাশিদুল হাসান বলেন, দুই বিমানে থাকা চারজনকেই উদ্ধার করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।

বিমান দুটি বিধ্বস্ত হওয়ার স্থানে মুহুর্তেই আগুন লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

আপনার মন্তব্য

আলোচিত