সিলেটটুডে ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০১৭ ২১:৪৮

যানবাহন সৃষ্ট বায়ু দূষণ : বছরে এক লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা আদায়

ফাইল ছবি

যানবাহন সৃষ্ট বায়ু দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরে ১০টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২০১৭-২০১৮ অর্থ বছরের নভেম্বর পর্যন্ত এক লক্ষ ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে। এসময় ৪৩টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য এ কে এম শাহ্জাহান কামাল ও মো. আব্দুল মজিদ খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে পরিবেশকে ক্ষতির হাত থেকে রক্ষায় বিনা অনুমোদনে যাতে যত্রতত্র ইটভাটা স্থাপন না করা হয়, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। এছাড়াও বৈঠকে ঢাকা শহরের হাতিরঝিল এলাকায় যাতে মনোরম পরিবেশ বজায় থাকে সেবিষয়ে মন্ত্রণালয়কে সচেষ্ট থাকার সুপারিশ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত