সিলেটটুডে ডেস্ক

২০ মার্চ, ২০১৮ ১৪:০৫

নিহত গোয়েন্দা পরিদর্শকের ময়নাতদন্ত সম্পন্ন

মিরপুরের মধ্য পীরেরবাগে অস্ত্র উদ্ধার অভিযানে সন্ত্রাসীদের গুলিতে নিহত পুলিশ পরিদর্শক জালাল উদ্দিনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২০ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ জানান, সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের সময় গোয়েন্দা পরিদর্শক মো. জালাল উদ্দিনের মাথায় দুইটি গুলির আঘাত লাগে। এতেই তিনি মারা হন। ময়নাতদন্ত শেষে ।

সোমবার (১৯ মার্চ) দিবাগত গভীর রাতে মধ্য মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকায় ডিবির পল্লবী জোনাল টিমের একটি দল অবৈধ অস্ত্র উদ্ধারে যায়। তারা সেখানে গেলে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। পরিদর্শক জালাল উদ্দিনের মাথায় গুলি লাগে। রাতেই তাঁকে রাজধানীর বেসরকারি স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তিনি মারা যান।

ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ জানান, জালাল উদ্দিনের মাথার বাঁ পাশে গুলি লাগে। গুলির আঘাতে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হলে তাঁর মৃত্যু হয়।

মো. জালাল উদ্দিনের এক স্বজন জহিরুল ইসলাম বলেন, এ পরিদর্শকের বাড়ি ঝিনাইদহের কালিগঞ্জে। ঢাকায় পূর্ব বাসাবোর সবুজবাগে পরিবার নিয়ে থাকতেন। তাঁর স্কুলপড়ুয়া দুই মেয়ে আছে। ওয়ারী থানায় দীর্ঘদিন থাকার পর সম্প্রতি পদোন্নতি পেয়ে ডিবিতে যোগ দেন।

জহিরুল জানান, আনুষ্ঠানিকতা শেষে কালিগঞ্জেই তাঁকে দাফন করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত