নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০১৮ ২৩:৪৭

সোমবারের গুরুত্বপূর্ণ খবর

  • শাসনামলে নেতৃত্বসহ দেশের নানাবিধ গঠনমূলক কাজের হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সাধারণ মানুষ বেশি ইতিবাচক বলে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউটের (আইআরআই) এক গবেষণায় উঠে এসেছে। সংস্থাটির মতে শেখ হাসিনার জনপ্রিয়তার কারণে বাংলাদেশে আওয়ামী লীগও জনপ্রিয়।
  • সারাদেশে সোমবারের বজ্রপাতের ঘটনায় অন্তত ১৮জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। যার মধ্যে সিলেট বিভাগের শ্রীমঙ্গল, কমলগঞ্জ, হবিগঞ্জ ও সুনামগঞ্জের ৪জন রয়েছেন। আর সারা বাংলাদেশে বজ্রপাতে নিহত ১৭ জনের মধ্যে ১০ জনই কৃষক।
  • শ্রমিক সংকটের মধ্য দিয়েও হাওরাঞ্চলে পুরোদমে চলছে বোরো ধান কাটা। চলতি সপ্তাহে সুনামগঞ্জ অঞ্চলে ভারী বর্ষণের আশঙ্কা করছেন পানি উন্নয়ন  বোর্ড ও কৃষি বিভাগ। হাওরের পাকা বোরো ধান দ্রুত কাটার জন্য সতর্কবার্তা জারি করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।
  • স্প্যানিশ লা লিগার শিরোপা জিতেছে বার্সেলোনা। রোববার রাতে দেপোর্তিভো লা করুনাকে হারিয়ে লা লিগার শিরোপা পুনরুদ্ধার করল এরনেস্তো ভালভেরদের দল। দেপোর্তিভোকে তাদেরই মাঠে ৪-২ গোলে হারায় বার্সেলোনা।
  • বর্ষার আগেই তুমুল বর্ষণের কারণে এবার আগাম বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
  • বাংলাদেশ ছাত্রলীগের সুপার ইউনিটখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রোববার। শিগগিরই শীর্ষ নেতৃত্বের নাম ঘোষণা হবে। এনিয়ে চলছে শেষ মুহূর্তের নানা হিসাব নিকাশ। নেতৃত্বের দৌড়ে সিলেট বিভাগ থেকে অনেকের নাম আলোচনায় রয়েছে।
  • সিলেটে সকাল থেকে ভারি বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সোমবার (৩০ এপ্রিল) ভোররাত থেকেই শুরু হয় বৃষ্টি। সকাল ৯টার দিকে কিছু সময়ের জন্য বৃষ্টি থামলেও বেলা ১১টার দিকে ঘন মেঘে অন্ধকার হয়ে যায় পুরো আকাশ। শুরু হয় ভারি বৃষ্টি।
  • অবৈধ অভিবাসী ইস্যুতে কেলেঙ্কারির ঘটনায় ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী আম্বার রাড পদত্যাগ করেছেন
  • সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
  • আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টিতে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কিছু কিছু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
  • বাংলাদেশের হাওড় অঞ্চলে বজ্রপাতের সংখ্যা বেশি। কারণ ওখানে হাওড়ের জন্য জলীয় বাষ্প বেশি হয়। সে কারণেই সিলেটের ওই অঞ্চলটিতে বজ্রপাতের পরিমাণ সবচেয়ে বেশি।
  • সিলেট নগরীর ব্যস্ততম এলাকা নয়াসড়কে ছিনতাইয়ের শিকার হয়েছেন ডা. তাহমিনা মালিক শিমু। রোববার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৩ মিনিটের দিকে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।
  • চলন্ত ট্রেনে ছোড়া পাথরের আঘাতে মারাত্মকভাবে আহত হয়েছেন রেলওয়ের ট্রাফিক ইনসপেক্টর শিকদার বায়েজিদ।

আপনার মন্তব্য

আলোচিত