সিলেটটুডে ডেস্ক

০৪ জুন, ২০১৮ ২১:১২

১০ বছরে বাজেটের পর জিনিসপত্রের দাম বাড়েনি, এবারও বাড়বে না: অর্থমন্ত্রী

আমি বাজেট দেওয়ার পর গত ১০ বছরে জিনিসপত্রের দাম বাড়েনি। এবারও বাড়বে না। দেশবাসীর জন্যে এটি আমার এবারের সুসংবাদ বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

সোমবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘আসন্ন বাজেটে নতুন করে কোনো কর আরোপ হবে না। এটাই আগামী ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে জনগণের জন্য সুখবর।’

তিনি আরও বলেন, সিগারেট ও মোবাইল কোম্পানির জন্য করপোরেট ট্যাক্স ৪৫ শতাংশ অপরিবর্তিত থাকবে। এছাড়া ব্যাংকসহ লিস্টেড-আনলিস্টেড সব কোম্পানির ক্ষেত্রে করপোরেট ট্যাক্সের সর্বোচ্চ হার হবে ৩৭.৫ শতাংশ।

তিনি বলেন, ‘এটি আমার শেষ বাজেট। আমি আর নির্বাচন করবো না। তবে, দল ও নেত্রী যদি নির্বাচনের জন্য বলেন, তাহলে তো আর...।’

মতবিনিময়কালে সাংবাদিকরা অর্থমন্ত্রীর কাছে জানতে চান, নতুন (২০১৮-১৯) অর্থবছরের বাজেট দিলে আপনার এটি হবে ১২তম বাজেট। যা বিএনপি সরকারের অর্থমন্ত্রী সাইফুর রহমানের সমান। কারণ, তিনিও ১২টি বাজেট দিয়েছিলেন। আপনি কি এই রেকর্ড ভেঙে ১৩তম বাজেটও দেবেন? জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমার দিক থেকে আমার স্টেটমেন্ট পরিষ্কার। আমি রিটায়ার্ড করতে চাই। তবে প্রধানমন্ত্রী ও দল যদি চায়, তাহলে তো আমাকে নির্বাচন করতেই হবে।’

উল্লেখ্য, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শেখ হাসিনার সরকারের অর্থমন্ত্রী হিসেবে টানা ১০টিসহ মোট ১২টি বাজেট পেশ করেছেন। এর আগে তিনি এরশাদ সরকারের অর্থমন্ত্রী হিসেবে ১৯৮২-৮৩ ও ১৯৮৩-১৪ এই দুই অর্থবছরের বাজেট পেশ করেছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত