সিলেটটুডে ডেস্ক

৩০ আগস্ট, ২০১৮ ১৬:৩১

ঢাকা ও নড়াইলে দুই মামলায় খালেদার জামিন বহাল

ঢাকা ও নড়াইলে মানহানির ২ মামলায় খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর ১ অক্টোবর দিন ধার্য রাখা হয়েছে।

আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বৃহস্পতিবার (৩০ আগস্ট) এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামরুল হাসান খান আসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রাষ্ট্রপক্ষের আবেদন দুটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন। আগামী ১ অক্টোবর রাষ্ট্রপক্ষের আবেদন দুটির ওপর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি হবে।

এর আগে ঢাকা ও নড়াইলে মানহানির অভিযোগে করা পৃথক দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন জানায় রাষ্ট্রপক্ষ।

৫ আগস্ট নড়াইলের জেলা ও দায়রা জজ আদালত খালেদা জিয়ার জামিন আবেদন না মঞ্জুর করেন। পরে হাইকোর্টে জামিন আবেদন করেন খালেদা জিয়া। ১৩ আগস্ট ৬ মাসের জামিন দেন হাইকোর্ট।

আপনার মন্তব্য

আলোচিত