সিলেটটুডে ডেস্ক

১৭ নভেম্বর, ২০১৮ ১৪:২৭

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দায়িত্ব ইসির: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার পুরো দায়িত্ব নির্বাচন কমিশনের।

শনিবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে অবকাঠামো বিষয়ক সেমিনারে যোগদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা-কর্মীদের সহিংসতা বলে দেয় আগামী নির্বাচনে দলটির ভূমিকা কী হবে।

জাতীয় ঐক্যফ্রন্টকে একটি সাম্প্রদায়িক জোট হিসেব আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, বিদেশি লবিস্ট নিয়োগ করে জোটটি নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে।

কাদের বলেন, শরিকদের সর্বোচ ৬৫ থেকে ৭০টি আসন দেয়া হবে জানান তিনি। এ বিষয় আগামী কয়েক দিনের মধ্যে তা চূড়ান্ত করা হবে।

এদিকে, জাতীয় প্রেসক্লাবের অন্য একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, জোটটির নেতৃত্বে ড.কামাল হোসেন থাকলেও কলকাঠি নাড়ানো হচ্ছে লন্ডন থেকে।

এছাড়া আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ আরেক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হেলমেট বাহিনীর প্রধান হিসেবে উল্লেখ করেন।

আপনার মন্তব্য

আলোচিত