সিলেটটুডে ডেস্ক

২৬ আগস্ট, ২০১৯ ১৯:২৩

‘ধিক্কার না দিয়ে আমার সন্তানের জন্য আমাকে বাঁচান’

‘আমি বাঁচতে চাই না, আমার সন্তানের জন্য আমাকে বাঁচান। আমাকে ধিক্কার না দিয়ে আমার সন্তানের জন্য আমাকে বাঁচার ব্যবস্থা করে দিন।'- সোমবার জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে হাজির হয়ে সাংবাদিকদের মিনতি করে এনমটি বলেন সানজিদা ইয়াসমিন সাধনা।

সানজিদা ওই কার্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত। জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরের সাথে একটি অশালীন ভিডিও ফাঁস হওয়ার পর আলোচনায় আসেন তিনি।

ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর রোববার অফিসে আসেননি সানজিদা। তবে সোমবার হঠাৎ করেই অফিসে আসেন তিনি।

সোমবার সকালে বোরখা ও হিজাব পরে ডিসি অফিসে আসেন সানজিদা। এ সময় তার হাতে একটি ছুটির দরখাস্ত দেখা যায়।

এ সময় সাংবাদিকরা তার কাছে ওই ভিডিওর বিষয়ে জানতে চাইলে সানজিদা বলেন, আমি সত্যি কথা বলছি, আমি কিছুই জানি না এগুলা কে করেছে। আপনারা তদন্ত করে বের করে এর বিচার করুন। ’

বিচার চান কি না এমন প্রশ্নের জবাবে সাধনা বলেন, আমি বিচার চাই। তবে স্যারের কোনো দোষ নাই এর মাঝে।

এরপর ডিসি অফিসেই অজ্ঞান হয়ে পড়ে যান সানজিদা। অসুস্থতার কারণে অফিসে ছুটির আবেদন করেন তিনি। আবেদনে অফিস চলাকালীন অসুস্থ বোধ করায় মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে ৩ দিনের ছুটির কথা উল্লেখ করেন।

আপনার মন্তব্য

আলোচিত