বেনাপোল প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৫৯

আজ ভারতে রপ্তানি হচ্ছে ইলিশের প্রথম চালান

বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ সরকারের রপ্তানির অনুমতি দেওয়া ৫০০ মেট্রিক টন ইলিশের প্রথম চালান ভারতে রপ্তানি হচ্ছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) প্রথম চালানে ২৪ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হবে।

প্রতি কেজি ইলিশ ৬ ডলার মূল্যে রপ্তানি করা হচ্ছে। শুল্ক মুক্ত সুবিধায় ছাড় দেওয়া হবে ইলিশের এ চালান।

এমি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সৈয়দ মহিতুল হক রুবাই জানান, বাণিজ্য মন্ত্রণালয় থেকে পূজা উপলক্ষে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত বাস্তবায়ন হয়। ১০ অক্টোবরের মধ্যে ৫০০ মেট্রিক টন ইলিশের সব চালান রপ্তানির নির্দেশনা রয়েছে।

জানা যায়, পদ্মার ইলিশ কলকাতার পশ্চিম বাংলার মানুষের কাছে খুব জনপ্রিয়। দেশে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় সংকট দেখিয়ে ২০১২ সালের পর থেকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার।

ইলিশের রপ্তানিকারক প্রতিষ্ঠান ঢাকার গাজীপুরের একুয়াটিক রিসোর্ট লিমিটেড। আমদানিকারক ও সিঅ্যান্ডএফ হচ্ছেন ভারতের কলকাতার হাওড়ার নাজ এমপেক্স প্রাইভেট লিমিটেড।

আপনার মন্তব্য

আলোচিত