সিলেটটুডে ডেস্ক

২৫ অক্টোবর, ২০১৯ ১৮:৫৩

পায়ুপথে বাতাস দিয়ে আরেক হত্যা

পায়ুপথে বাতাস ঢুকিয়ে আরেক হত্যার অভিযোগ পাওয়া গেছে। খুলনা, নায়ারণগঞ্জের পর এবার আরও একবার এমন ঘটনা ঘটল বগুড়ার কাহালুতে।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার মুরইল এলাকার আফরিন জুট মিলে আলাল নামের ১২ বছরের এক শিশুর পায়ুপথে বাতাস দিয়ে হত্যা করার অভিযোগ ওঠেছে তারই এক কিশোর সহকর্মীর (অভিযুক্ত বয়সে কিশোর হওয়ায় সঙ্গত কারণে নাম প্রকাশ করা হয়নি) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, আফরিন জুট মিলে সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছিল। বেলা ১১টার দিকে সবার অগোচরে অভিযুক্ত কিশোর শ্রমিক হাওয়া মেশিনের পাইপ দিয়ে অপর শ্রমিক আলালের পায়ুপথে বাতাস দেয়। এতে আলালের পেট ফুলে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে আলালকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে আলাল মারা যায়।

এদিকে, পুলিশ খবর পেয়ে জুট মিল থেকে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে। অভিযুক্ত ওই কিশোর শাহজাহানপুর উপজেলার খরনা গ্রামের সন্তোষ কুমারের ছেলে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখনো মামলা হয়নি। নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করেছে।’

এরআগে ২০১৫ সালের ৩ আগস্ট খুলনা নগরীর টুটপাড়া এলাকায় একটি মোটর গ্যারেজে পায়ুপথে পাইপের মাধ্যমে হাওয়া ঢুকিয়ে রাকিব হাওলাদার নামের এক শিশুকে হত্যা করা হয়। ওই ঘটনায় দুই জনের ফাঁসির রায় হয়েছে। ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর কাহালু উপজেলায় এবিসি টাইলস নামে একটি প্রতিষ্ঠানে পায়ুপথে বাতাস দেয়ায় রাসেল (১৪) নামে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়। এরপর ২০১৮ সালের ৮ ডিসেম্বর রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের সত্যবান্দী নয়াপাড়া এলাকায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে আজহারুল ইসলাম সুমন নামের এক শ্রমিককে হত্যা করার অভিযোগ পাওয়া যায়।

আপনার মন্তব্য

আলোচিত