সিলেটটুডে ডেস্ক

০১ মার্চ, ২০২০ ১৯:০০

গোপালগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৫

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার খাদে পড়ে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন নিহত হয়েছেন।

রোববার (১ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিগনগরে এ দুর্ঘটনাটি ঘটে।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করে। পুলিশ নিহত তিনজনের নাম জানাতে পারলেও বাকিদের নাম ও পরিচয় জানাতে পারেনি।

নিহতদের মধ্যে তিনজন হলেন নারায়ণগঞ্জের ফতুল্লার ফরিদ শেখ (৩৫), কাশীপুরের দেওয়ানবাড়ির শাহিন শেখ (৩৮), চাঁদপুরের ফরিদগঞ্জের মাসুদ শেখ, খোকন ও মান্নান। তবে খোকন ও মান্নানের ঠিকানা ও বাকী দুইজনের  নাম ও পরিচয় পাওয়া যায়নি।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি প্রাইভেটকার মুকসুদপুর উপজেলার দিগনগরে স্পিডব্রেকার ক্রস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাঁদে পড়ে যায়। এতে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে প্রাইভেটকারটিতে আগুন লেগে যায়। পরে ঘটনাস্থলেই প্রাইভেট কারের ৩ যাত্রী দগ্ধ হয়ে মারা যান।

তিনি জানান, দগ্ধ প্রাইভেটকারের আরও ২ জনকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দুইজনের মৃত্যু হয়।

আপনার মন্তব্য

আলোচিত