সিলেটটুডে ডেস্ক

১৯ মার্চ, ২০২০ ১০:৫২

সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে বিধিনিষেধ

করোনাভাইরাস ইস্যুতে দর্শনার্থী প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বাংলাদেশ সচিবালয়ে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে এই বিধিনিষেধ শুরু হয়।

এর ফলে এখন থেকে কোনো দর্শনার্থীকে সচিবাচলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বৃহস্পতিবার সকালে থেকে দেখা গেছে, যাদের আগে থেকে মন্ত্রণালয়েরে মিটিংয়ে যোগ দেওয়ার কথা ছিল শুধু তাদেরই প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে সচিবালয়ে প্রবেশের আগে থার্মাল স্ক্যানার দিয়ে তাদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে তারপর প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

সচিবালয়ের প্রবেশপথে কর্মরত একজন পুলিশ কর্মকর্তা জানান, ক্যাবিনেট সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা শুধু মন্ত্রণালয়ের মিটিংয়ে আসবেন তাদেরই প্রবেশ করতে দেওয়া হচ্ছে

আপনার মন্তব্য

আলোচিত