সিলেটটুডে ডেস্ক

০৬ মে, ২০২০ ১৯:৩১

রাষ্ট্রচিন্তার দিদারুলকে রমনা থানায় হস্তান্তর

❛রাষ্ট্রচিন্তা❜ নামের একটি রাজনৈতিক জার্নালের ঢাকা ইউনিটের সদস্য ও জার্নালটির তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ দিদারুল ভুঁইয়াকে র‌্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার একদিন পর রমনা থানায় তাকে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৬ মে) সন্ধ্যায় পৌনে ৬টায় র‌্যাব-৩ এর এএসপি (অপস) আবু জাফর থানায় হস্তান্তরের তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রমনা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় আটক ও জিজ্ঞাসাবাদের পর দিদারুলকে রমনা থানায় সোপর্দ করা হয়েছে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ইফতারের আগে দিদারুলকে রমনা থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৩।

ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে রমনা থানায়। সেই মামলায় রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি।

এর আগে কার্টুনিস্ট কিশোরকে কাকরাইল ও লেখক মুশতাককে লালমাটিয়ার বাসা থেকে আটক করে র‌্যাবের একটি দল। এরপর তাদেরও রমনা থানায় হস্তান্তর করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত