নিজস্ব প্রতিবেদক

০৫ মে, ২০২০ ২৩:০১

❛রাষ্ট্রচিন্তা❜ জার্নালের দিদারুল ভুঁইয়াকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

❛রাষ্ট্রচিন্তা❜ নামের একটি রাজনৈতিক জার্নালের ঢাকা ইউনিটের সদস্য ও জার্নালটির তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ দিদারুল ভুঁইয়াকে সাদা পোশাকধারী একদল লোক ধরে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় তাকে তার অফিস থেকে তুলে নিয়ে যাওয়া হয়। ওই সাদা পোশাকধারী নিজেদেরকে র‍্যাব-৩ সদস্য বলেও পরিচয় দিয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

দিদারুল ভুঁইয়া করোনা-দুর্গতদের স্বেচ্ছাসেবায় নিয়োজিত রয়েছেন।

দিদারের বোনের স্বামী জাকির চৌধুরী বলেন, 'আজ (মঙ্গলবার) সন্ধ্যায় উত্তর বাড্ডায় দিদারের আইটি অফিস থেকে সিভিল পোশাকে র‍্যাব পরিচয়ে দিদারকে তুলে নিয়ে যায়। সাথে তারা দিদারের মোবাইল, ল্যাপটপ, দুইটা কম্পিউটার, একটা ডিভিডি রিডার নিয়ে যায়।'

দিদারুলের পরিবারের পক্ষ থেকে তার সন্ধান পেতে বিভিন্ন জায়গায় টেলিফোনে যোগাযোগ করা হলে এখনও কোন খবর পাননি।

র‍্যাব-৩ এর কন্ট্রোল রুমের অপারেটর আবু সাইদ দিদারুল ভুঁইয়াকে আটকের কোন তথ্য দিতে পারেননি। তিনি বলেন, ‘আজকে এখনো পর্যন্ত এমন কোন খবর আমরা পাইনি।’

আপনার মন্তব্য

আলোচিত