সিলেটটুডে ডেস্ক

০৮ মে, ২০২০ ১৩:৪০

নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত তিন

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। শুক্রবার সকাল ৬টায় বন্দর উপজেলার মোল্লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন মাসনুন (১২) ও জিসান (৮) এবং আটমাসের অন্তঃসত্ত্বা লাবণী (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে বন্দরের দিঘিরপাড় ৪৬১/১ উইলসন কবরস্থান রোড এলাকায় রফিকুল ইসলাম মোল্লার পাঁচ তলা বাড়ির নিচতলার ফ্ল্যাটে বিকট শব্দে সেফটি ট্যাংক বিস্ফোরণ ঘটে। এতে  নিচতলার ফ্ল্যাটের ভাড়াটিয়া খোরশেদ আলমের দুই ছেলে মাসনূন ও জিসান ঘটনাস্থলে নিহত হয়।

বিস্ফোরণে পাশের বাড়ির রতন মিয়ার চারতলা ভবনের দেয়াল ধসে পড়ে একটি টিনশেড ভবনের উপর। সেই দেয়াল চাপা পড়ে লাবণী আক্তার নামে আটমাসেরঅন্তঃসত্ত্বা এক নারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে নিহতের লাশ স্বজনরা বাড়িতে ফিরিয়ে আনেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, ভবন নির্মাণে কোনো ত্রুটি ছিল কি না সিটি করপোরেশনের ইঞ্জিনিয়ার পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট দিলে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত