সিলেটটুডে ডেস্ক

০১ মার্চ, ২০১৬ ২১:৩১

এরশাদ সমঝোতা করেছিলেন: আনিসুল

১/১১-কালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় কার কী ভূমিকা ছিল তা নিয়ে জাতীয় পার্টিতে (জাপা) অস্থিরতা চলছে।

গত রোববার (২৮ ফেব্রুয়ারি) দলের চেয়ারম্যান অভিযোগ করেন, 'তত্ত্বাবধায়ক সরকারের সময় সেনাবাহিনীর সহায়তায় তার কাছ থেকে চেয়ারম্যান পদ ছিনিয়ে নিয়েছিলেন আনিসুল ইসলাম মাহমুদ।'

দুই দিন পর পানিসম্পদ মন্ত্রী ও জাপার প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম অভিযোগ করেন, 'গ্রেফতার এড়াতে এরশাদই তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সমঝোতা করেছিলেন।'

এরশাদ তার ভাই জিএম কাদেরের জন্য দল ধ্বংস করে দিচ্ছেন বলেও অভিযোগ করেন আনিসুল ইসলাম।

মঙ্গলবার (১ মার্চ) সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আনিসুল ইসলাম বলেন, 'এরশাদের নির্দেশ ও সুবিধার্থেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছিলাম। দায়িত্ব নিয়েছিলাম বলেই তিনি মাইনাস থ্রি  ফর্মুলা থেকে বেঁচে গিয়েছিলেন।'

গত রোববার শেরপুরে জাপার সম্মেলনে এরশাদ বলেন, 'এক-এগারর কুশীলব হিসেবে আনিসুল ইসলাম মাহমুদের বিচার হওয়া উচিত।'

এর জবাবে আনিসুল ইসলাম বলেন, 'রাজনৈতিক রুচিবোধের কারণে কখনই এরশাদের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দেইনি। সাত বছর তার মন্ত্রী ছিলাম। মন্ত্রী থাকা অবস্থায় তিনি আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছিলেন। এমনকি যেদিন ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছিলেন আমার সঙ্গে কথা বলে। ক্ষমতা ধরে রাখলে আরও প্রাণহানি হবে এ আশঙ্কা থেকেই রাষ্ট্রপতি পদ ছেড়েছিলেন এরশাদ।  অকপটে তা স্বীকার করি।'

আনিসুল ইসলাম প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করে এরশাদের অমতেই ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল জাপার একাংশ।

জিএম কাদেরকে জাপার কো-চেয়ারম্যান করার কড়া সমালোচনা করেন আনিসুল ইসলাম।

তিনি বলেন, 'এরশাদ তার ভাইয়ের জন্য পার্টি ধ্বংস করে দিচ্ছেন। এটা আমি চাই না। হয়তো আমি পার্টি থেকে বহিষ্কারও হয়ে যেতে পারি। এটা নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই।'

আপনার মন্তব্য

আলোচিত