সিলেটটুডে ডেস্ক

১৬ মে, ২০১৬ ০২:৩৯

বিএনপির সহযোগী সংগঠনের মধ্যে সংঘর্ষ, নিহত ১

রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কাছে ঢাকা মহানগর শাখা কার্যালয়ের সামনে দলটির সহযোগী সংগঠনের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।  

নিহত বাবুল সরদার (৪৮) ঢাকা মহানগর (দক্ষিণ) শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও ধানমণ্ডি থানার শ্রমিক দলের সভাপতি ছিলেন।

রোববার (১৫ মে) বিকালে নয়া পল্টনে সংঘর্ষে বাবুল ছাড়াও আহত হয়েছিলেন ঢাকা মহানগর শ্রমিক দলের দপ্তর সম্পাদক আবু কাউসার ভূঁইয়া (৪৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার রোগমুক্তি কামনা করে ঢাকা মহানগর শ্রমিক দলের মিলাদ মাহফিলের পর ঢাকা মহানগর পূর্ব শ্রমিক দল ও নিউমার্কেট থানা ছাত্রদলের সংঘর্ষে বাবুল গুরুতর আহত হয়েছিলেন।

মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাদল সাংবাদিকদের জানান, গুরুতর আহত বাবুলকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর সিটি হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

শ্রমিক দলের ধানমণ্ডি শাখা কমিটি গঠনের বিরোধ থেকে বাবুল ও কাউসারের উপর হামলা হয় বলে প্রত্যক্ষদর্শী বিএনপিকর্মীরা জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত