নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০১৬ ১০:২৮

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন শুরু

দুইদিন ব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন শুরু হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা ও আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির পায়রা উড়িয়ে দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাঁর পাশে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এছাড়া নৌকা আকৃতির বিশাল মঞ্চে দলের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর অভ্যর্থনা কমিটির প্রধান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বক্তব্য রাখেন। তিনি সম্মেলনে আগত বিভিন্ন দেশের অতিথিদের স্বাগত জানান। পরে একটি গীতিনাট্য পরিবেশিত হয়। লালন, রবীন্দ্রনাথ, নজরুল, ডিএল রায়ের গানের সাথে নৃত্য পরিবেশন করে আওয়ামী লীগের সংস্কৃতি বিভাগ।

এরপর চার প্রধান ধর্ম ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান ধর্ম গ্রন্থ পাঠ করা হয়। ধর্মগ্রন্থ পাঠের পর শোক প্রস্তাব পাঠ করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান।

এরপর বিভিন্ন দেশ থেকে আগত বিদেশি রাজনৈতিক দলের নেতারা আওয়ামী লীগকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।

সম্মেলনের দ্বিতীয় দিন রোববার দলের কাউন্সিলররা রুদ্ধদ্বার বৈঠকে নেতৃত্ব ঠিক করবেন।

আপনার মন্তব্য

আলোচিত