নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০১৬ ১২:৫৯

কলেজ জীবনে বঙ্গবন্ধুর আওয়াজ শুনলেই স্পন্দিত হতাম: তৃণমূল নেতা পার্থ

আওয়ামী লীগের সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে নিজের কলেজ জীবনের স্মৃতি তোলে আনলেন ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি পার্থ চট্টোপাধ্যায়।

পার্থ চট্টোপাধ্যায় বলেন, "কলেজ জীবনে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়াজ শুনতাম রক্তে তখন স্পন্দন খেলা করত। আমি এখনো সেইসব দিন ভাবলে শিহরিত হই।"

পার্থ বলেন,  "আমার নিজের বাড়িও এখানে। আমাদের বেড়াজালে আলাদা করা হয়েছে, হৃদয় আলাদা নয়। এখানে আসার আগে আমার মা আমাকে আবেগাপ্লুত হয়ে বলেন,'বাবা আমার দেশটা দেখে আসিস'।"

পার্থ বলেন,  "বঙ্গবন্ধু আর বাংলাদেশ মুদ্রার এপিঠ-ওপিঠ আর মুদ্রাটা হলো আওয়ামী লীগ।"

তিনি বলেন, "পশ্চিবঙ্গের মানুষ বাংলাদেশের পাশে আছে। আমরা আপনাদের অভিনন্দন জানাই। আপনারা এগিয়ে যান।"

আপনার মন্তব্য

আলোচিত