সিলেটটুডে ডেস্ক

১৯ নভেম্বর, ২০১৬ ০১:৪৫

‘নির্বাচন করতে চাই না, ক্ষমা চাই’

নারায়ণগন্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি তৈমুর আলম খন্দকারকে আবার প্রার্থী করতে চাইলেও আগেরবার নির্বাচনের আগের দিন তাকে সরে দাঁড়াতে বাধ্য করার দিকে ইঙ্গিত করে প্রার্থী হতে অনীহা জানিয়েছেন।

শুক্রবার তিনি বলেন, “২০১১ সালে আমি সবাইকে বলেছিলাম জীবন থাকতে সরে দাঁড়াবো না কিন্তু তখন কথা রাখতে পারিনি তাই আর আগ্রহ নাই”
বিএনপির এই উপদেষ্টা বলেন,“ম্যাডামের ইচ্ছা আমি যেন প্রার্থী হই। আমি পরিস্থিতি তুলে ধরে বলেছি-এবার ক্ষমা চাই। নির্বাচন করতে চাই না আমি। দল যাকে দেবে তার পক্ষে আমি কাজ করব।”

তবে চেয়ারপাসনের সিদ্ধান্ত মেনে নেবেন জানিয়ে তিনি বলেন,  “অন্য কেউ প্রার্থী আছেন কি না আমার জানা নেই। কেউ থাকলে তো নাম জেনেই যেতেন। এখন ম্যাডাম যে সিদ্ধান্ত দেবেন তার পক্ষে আমি কাজ করব। যে নাম ঘোষণা করবেন তা আপনাদের জানাব।”

২০১১ সালে  নাসিকের নির্দলীয় নির্বাচনেবিএনপি থেকে একক প্রার্থী তৈমুর আগের রাতে ভোট বর্জনের ঘোষণা দেওয়ার পরও সাড়ে সাত হাজার ভোট পেয়েছিলেন। ভোটে বিজয়ী হয়েছিলেন আইভী। দ্বিতিয় হয়েছিলেন আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান।

পরে তৈমুর বলেছিলেন, “নেত্রীর নির্দেশে আমি নিজেকে কোরবান দিয়েছি।”

আপনার মন্তব্য

আলোচিত