সিলেটটুডে ডেস্ক

২৩ জানুয়ারি, ২০১৭ ০২:১৪

জাকিরকে ‘ঘুষ’ দিতে গিয়ে ছাত্রলীগ নেতা বহিষ্কার

ময়মনসিংহের কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান রাজীবকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। রবিবারের (২২ জানুয়ারি) বহিষ্কার বিজ্ঞপ্তিতে ‘সাংগঠনিক শৃঙ্খলাবহির্ভূত’ কাজ করার অপরাধ উল্লেখ থাকলেও নেপথ্যের কারণে ভিন্ন।

জানা গেছে, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এম এম জাকির হোসাইনকে ‘মোটা অংকের নগদ অর্থ’ উৎকোচ দেওয়ার চেষ্টা করায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে সংগঠনটি। গত সপ্তাহের শেষ দিকে রাজধানীর পরীবাগে জাকির হোসাইনের বাসায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে অভিযুক্ত মনিরুজ্জামান রাজীব বলেন, ‘এ সম্পর্কে আমি সঠিকভাবে বলতে পারছি না। সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আমার সঙ্গে কারও কোনও কথা হয়নি।’

রোববার (২২ জানুয়ারি) সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রলীগ জানায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বহির্ভূত কাজে জড়িত থাকায় মো. মনিরুজ্জামান রাজীবকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হল।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির একটি সূত্র জানায়, এক বছর মেয়াদি কবি নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটির মেয়াদ শেষ হয়েছে। নতুন কমিটির পদ-প্রত্যাশীরা বিভিন্নভাবে কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক হওয়ার চেষ্টা করছেন। এর অংশ হিসেবে মনিরুজ্জামান নিষেধ সত্ত্বেও কেন্দ্রীয় সাধারণ সম্পাদককে উপঢৌকন দিতে একাধিকবার তাঁর বাসায় যান।

কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে যতটুকু জেনেছি, সাধারণ সম্পাদককে উপঢৌকন দিতে গেলে তাঁকে একবার নিষেধ করা হয়। পরবর্তীতে আবার গেলে তিনি (কেন্দ্রীয় সাধারণ সম্পাদক) ক্ষিপ্ত হয়ে বিষয়টি আমাদের জানান। পরে আমাদের সুপারিশের পরিপ্রেক্ষিতে কেন্দ্র থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।’

এ ব্যাপারে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভাঙাটাই মূল কারণ। শৃঙ্খলা তো অনেকভাবে ভাঙতে পারে।’

উপঢৌকন দেওয়ার চেষ্টার অভিযোগের সত্যতা প্রসঙ্গে জাকির বলেন, এটি তাঁর জন্য ‘বিব্রতকর’, তিনি এর বেশি কিছু বলতে রাজি হননি।

আপনার মন্তব্য

আলোচিত